রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ - ১৩:২৭
শহীদ হাসান নাসরুল্লাহর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত 

সাইয়েদ শহীদ হাসান নাসরুল্লাহর শাহাদাত বার্ষিকীতে কলকাতায় ঈসালে সওয়াবের মজলিস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কলকাতা, পার্ক সার্কাস:
সাইয়েদ শহীদ হাসান নাসরুল্লাহর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নুরুল ইসলাম একাডেমী-র উদ্যোগে এক বিশেষ ঈসালে সওয়াবের মজলিস অনুষ্ঠিত হয়।

এই মজলিসে ক্বারি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা তাফাজ্জল হোসেন সাহেব।
বক্তা হিসেবে বয়ান পেশ করেন সম্মানিত আলেমগণ—

মাওলানা মোকাব্বির হোসেন খান সাহেব

মাওলানা গোলাম সারোয়ার নাজাফি সাহেব

এবং নুরুল ইসলাম একাডেমীর প্রেসিডেন্ট ডক্টর মাওলানা রেজওয়ানুস সালাম খান সাহেব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মনির আব্বাস নাজাফী সাহেব, ইমামে জুমা, হলদিয়া কুমারপুর।

মজলিসে বক্তারা শহীদ নাসরুল্লাহর সংগ্রামী জীবন, তাঁর প্রতিরোধ ও আত্মত্যাগের আদর্শের উপর আলোচনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha